মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
এক নজরে :
আবারও বেনাপোল কাস্টমস হাউসে জলবদ্ধতা সৃষ্টি : দ্রুত ড্রেনের খনন কাজ শুরু লক্ষ টাকা ঘুষ গ্রহণে সাতক্ষীরা জেলা পরিষদের সাঁটলিপিকার শহীদুজ্জামানের ৭ বছর কারাদণ্ড বন্যার্তদের পাশে মণিরামপুর উপজেলা বিএনপি সভাপতি এড. শহীদ মোঃ ইকবাল হোসেন বর্ষা এবং জলাবদ্ধতা উপেক্ষা করে পণ্য পাহারা দিচ্ছেন বন্দরের আনসার সদস্যরা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বেনাপোলে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা জুলাই পুনর্জাগরণ উপলক্ষে অভয়নগরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত নওয়াপাড়া পৌরসভার কর নির্ধারক মোজাফফর সাময়িক বরখাস্ত সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া

এইচএসসি পরীক্ষায় ফেল করায় প্রেমিকাকে হারানোর ভয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা

দক্ষিণ বাংলা ডেস্ক:
এইচএসসি পরীক্ষায় ফেল করায় আব্দুল্লাহ আল নোমান নামের এক পরীক্ষার্থীর আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) গাইবান্ধার সদর উপজেলার কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল নোমান কোমরপুর গ্রামের জিল্লুর রহমান মণ্ডলের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানায়, নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাইবান্ধা সাদুল্যাপুর সরকারি কলেজের লেখাপড়া করতেন। সে এই কলেজে বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র ছিল। আব্দুল্লাহ আল নোমান এইচএসসি পরীক্ষার ফলাফল অনলাইনে থেকে জানার পর পরই বাড়িতে এসে ঘর ফাঁকা পেয়ে গলায় ফাঁস দেয়। এ সময় তার মা কিস্তি দিতে এলাকার এক বাড়িতে যায় এবং তার বাবা মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এরপর তার বাবা ঘরে এসে দেখে গলায় ফাঁস দিয়েছে সে। তখন তাকে অজ্ঞান অবস্থায় পান তিনি। পরে এলাকাবাসী ও স্বজনদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, পরীক্ষায় ভালো ফলাফল করে চাকরি করতে পারলে এক মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার। ফলাফল খারাপ হওয়ায় প্রেমিকাকে হারানোর ভয়ে ও বিভিন্ন মানসিক চাপ সহ্য না করতে পেরে এই ভয়ানক সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তারা।

তবে স্বজনরা বলেন, এক বিষয়ে ফেল করায় সে এই ঘটনা ঘটায়। এছাড়া অন্য কোন ঘটনা এরসঙ্গে সম্পৃক্ত নেই। ইসলামের রীতি অনুযায়ী তার দাফন সম্পন্ন হচ্ছে।

এ বিষয়ে সদর থানার ওসি মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, নিহতের বাবার অভিযোগে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।



Our Like Page