
স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া এলাকা থেকে নিখোঁজ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল থেকে নিখোঁজ ছিলেন সবিতা রানী দে (৪৫)। ২৪ সেপ্টেম্বর সন্ধায় নিখোঁজ সবিতার মরদেহ এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ। আজ দুপুরে অভয়নগর থানাতে একটি জিডি করেন সবিতার স্বামী।
নিহত সবিতা রানী দে বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া এলাকার মিলন কুমার দে এর স্ত্রী। মিলন কুমারের চায়ের দোকান আছে ভাটপাড়া বাজারে।
এলাকা বাসি জানান, গতকাল ২৩ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশে বাশেঁর পাতা সংগ্রহের জন্য যান তিনি। তার পর থেকে সবিতা আর বাড়ি ফিরে আসে না। গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত অনেক খোজা খুজি করে তাকে না পেয়ে সবিতার স্বামী অভয়নগর থানায় একটি জিডি করেন।
আজ সন্ধায় ভাটপাড়া এলাকার রমজান আলীর ছেলে নিয়ামুলের বাড়ির পাশে চুলের খোপা ও পায়ের ছাপ দেখতে পায় এলাকার লোকজন। পরে তারা আরো খোজা খুজি করে। একপর্যায়ে নিয়ামুলের সেপটিক ট্যাংকের মুখ খুল্লে দেখতে পায় একটি মানুষের হাতের অংশ। পরে তারা থানা পুলিশে খবর দেয়। থানা পুলিশ ঘটনা স্থলে এসে লাশটি উত্তলন করে। তখন দেখতে পায় লাশটি মিলনের স্ত্রী সবিতার।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, ভাটপাড়া এলাকায় সবিতা রানী দে নেমের এক নারীর লাশ পাওয়া গেছে। আজ ২৪ সেপ্টেম্বর দুপুরে নিহতের স্বামী একটি জিডি করেছিলেন। আমি ঘটনা স্থলে যাচ্ছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।