সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
এক নজরে :
সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ অভয়নগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও নারী সমাবেশ অনুষ্ঠিত যশোরে জুমার নামাজে সিইসি ; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন রকম অবৈধ সামগ্রী আটক বাগআঁচড়া সাতমাইলে মুদিখানা দোকানে, ২ লক্ষ টাকার মালামাল লুট বেনাপোল স্থলবন্দরে বিলাসবহুল মসজিদ ভবনের শুভ উদ্বোধন অভয়নগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার সাত মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩৫ জন আটক সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

প্রতি কেজি ইলিশ ১১৮০ টাকায় রফতানি হলেও দেশের বাজারে ১৮শ’ থেকে ২২শ’ টাকা

স্টাফ রিপোর্টার:
বেনাপোল স্থলবন্দর দিয়ে গেল দুই দিনে ১০১ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। ৪৯ জন রফতানিকারককে ২৪২০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছিল। আগামী ১৩ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে রফতানি।
এদিকে প্রতি কেজি ইলিশ ১১৮০ টাকা দরে ভারতে রফতানি হলেও দেশিয় বাজারে ইলিশ কিনতে সাধারন মানুষকে গুনতে হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত। এতে পছন্দের মাছটি কিনতে হিমসিম খেতে হচ্ছে তাদের।

জানা যায়, দুই বাংলায় জনপ্রিয় মাছ ইলিশ। বিশেষ করে পুজার অতিথী আপ্যায়নে খাবারের প্রধান তালিকায় ইলিশ রাখে ওপারের বাঙালীরা। ২০১১ সাল পর্যন্ত ইলিশ সাধারন রফতানি পণ্যের তালিকায় উন্মুক্ত থাকলেও উৎপাদন সংকট দেখিয়ে ২০১২ সালে দেশের বাইরে ইলিশ রফতানি বন্ধ করে দেয় তৎকালিন আ,লীগ সরকার। তবে ২০১৯ সাল থেকে বিশেষ বিবেচনায় কেবল দূর্গা পুজাতে আবারো ইলিশ রফতানির সুযোগ দেয় এই আ,লীগ সরকার। এর পর থেকে প্রতিবছর ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধে কেবল দুর্গা পূজায় শর্তসাপেক্ষে ইলিশ যাচ্ছে ভারতে।

ইলিশ ক্রেতা রহিম জানান,ভারতে রফতানি হচ্ছে কম দামে। কিন্তু আমাদের দ্বিগুন বেশি দামে কিনতে হচ্ছে বাজার থেকে। বাজার তদারকি নেই।

ইলিশ বিক্রেতা জানান, এক কেজি ওজনের ইলিশ ১৮০০ থেকে ২২০০ টাকা বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়লে দাম কুমতে পারে।

সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী নেতা মোস্তাফিজ্জোহা সেলিম জানান, দেশে ইলিশের সংকট। তবে সবদিক বিবেচনায় বৃহৎ স্বার্থে হয়তো ইলিশ সরকার রফতানি করছে।

বেনাপোল বন্দর মৎস পরিদর্শন ও মান নিয়ন্ত্রন কেন্দ্রের ইন্সেপেক্টর আসওয়াদুল আলম জানান,বৃহস্পতিবার প্রথম দিনে ৫৬ টন ও শনিবার ৪৫ টন ইলিশ ভারতে গেছে। ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রফতানি শেষ করতে হবে ব্যবসায়ীদের।।



Our Like Page