স্টাফ রিপোর্টার :
‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নুতন সামাজিক অঙ্গীকার’ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (৫ অক্টোবর) সকালে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পাথালিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শহিদুল ইসলাম ও গীতা পাঠ করেন মহাকাল বালিকা বিদ্যালয়ের শিক্ষক মিহির কান্ত মণ্ডল।
নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এসএম খায়রুল বাশার, পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল, মাদরাসা শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যক্ষ আব্দুল মালেক, নওয়াপাড়া সরকারি কলেজের ইংরেজী অধ্যাপক রফিকুল ইসলাম, মহাকাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার মণ্ডল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ওসমান গণি, অধ্যক্ষ মুহিদুল ইসলাম খান, অধ্যক্ষ শফিকুল ইসলাম, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, অধ্যক্ষ আব্দুস সামাদসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
বক্তারা শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, উচ্চতর বেতনগ্রেডসহ শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবী জানান।