শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

চট্টগ্রামে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুইজনকে জরিমানা

মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম থেকে:
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজারে পরিবেশ অধিদপ্তরের সহায়তায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর বিকালে এই অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

অভিযান চলাকালীন মো. শাহাদত হোসেন ও আব্দুল কাদের নামে দুইজনকে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির সময় আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার অঙ্গীকার করেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রুম্পা দাশ মোবাইল কোর্টে তাদের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করেন, যা প্রমাণিত হওয়ায় মো. শাহাদত হোসেনকে ৫ হাজার টাকা এবং আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় জব্দকৃত প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিনের সঠিক নিষ্পত্তির জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।



Our Like Page