শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
এক নজরে :
ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার কে বিদায় সংবর্ধনা শেখ মুজিবের দল বাকশাল বিলুপ্তি করে প্রথমে শেখ হাসিনা তার পিতার সাথে বেঈমানি করেছে -তৃপ্তি যশোর চাঁনপাড়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ১ পিস স্বর্ণবারসহ এক পাচারকারী আটক সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে ৭ সদস্যের কমিশন গঠন সরকারি নির্দেশনা অমান্য : অভয়নগরে মাধ্যমিক শিক্ষা অফিসে সেবা বিপর্যয় শার্শায় ট্রেনে কাটা পড়ে চান্দু নামে এক ব্যক্তির মৃত্যু নাভারণে সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বেনাপোলে বৌদ্ধদের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠিত

চাল রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

দক্ষিণ বাংলা ডেস্ক:
চাল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। দীর্ঘ ১৪ মাস পর চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা দেয়েছিল ভারত।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। এক বিবৃতিতে রফতানিকারক বাসমতি ব্যতীত অন্য সব ধরনের চাল রফতানি করতে পারবেন বলে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। একইসাথে চালের রফতানি শুল্কও কমানো হয়েছে। আগে যেখানে রফতানি শুল্কের হার ছিল ২০ শতাংশ, সেখানে বর্তমানে তা নামিয়ে আনা হয়েছে দশ শতাংশে।

এর আগে ২০২৩ সালের জুলাই মাসে চালের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে নিষেধাজ্ঞা জারি করে ভারত।
এদিকে ভারত সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রফতানিকারকেরা। এমন সিদ্ধান্ত কে তারা এ খাতের জন্য ‘গেম-চেঞ্জার’ বলে উল্লেখ করেছেন।

রাইস ভিলার সিইও সুরজ আগরওয়াল বলেছেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তে কৃষি খাতের ব্যাপক উন্নতি ঘটবে। সরকারের এ ধরনের পদক্ষেপ শুধুমাত্র রফতানিকারকদের আয়কে বাড়িয়ে তুলবে না বরং কৃষকদের ক্ষমতায়ন করবে। এতে একদিকে যেমন আন্তর্জাতিক বাজারে চালের দাম কমে আসবে, অন্যদিকে কৃষকরাও লাভবান হবেন।

বিশ্বের ৩০০ কোটিরও বেশি মানুষের প্রধান খাদ্য ভাত। ২০২২-২৩ সালে ভারত থেকে মোট ৪.২ মিলিয়ন ডলার মূল্যের সাদা চাল রফতানি হয়, আগের বছর এটি ছিল ২.৬২ মিলিয়ন মার্কিন ডলার। ভারত থেকে চাল রফতানির প্রধান গন্তব্যগুলোর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ইতালি, স্পেন এবং শ্রীলঙ্কা। অভ্যন্তরীণ বাজারে সাদা চালের পর্যাপ্ত প্রাপ্যতা নিশ্চিত করতে এবং স্থানীয় মূল্যবৃদ্ধি কমাতে ভারত সরকার রফতানি নীতি সংশোধন করে। যা ফলে দীর্ঘ ১৪ মাস পর চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল দেশটি।



Our Like Page