স্টাফ রিপোর্টর:
সকল স্থান থেকে ফ্যাসিস্ট সরকারের সাথে যারা আতায়েতে ছিল তাদের অপসারন হলেও নওয়াপাড়া প্রেসক্লাব ব্যতিক্রম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলের সময় আতায়াত কারীরা এখনো বহাল তবিয়তে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সকল ক্ষেত্রে বৈষম্য দূর হলেও নওয়াপাড়া প্রেসক্লাবের বৈষম্য দূর হয়নি এখনো। গত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় যে সকল সাংবাদিকরা বৈষম্যের শিকার হয়েছিল তারা এখনো বৈষম্যের শিকার হয়েই চলেছে।
এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থ হাচিল করেছে তারা এখনো সেই একই রকম কার্যক্রম করেই চলেছে। বিগত সরকারের আমলে আওয়ামী লীগ ট্যাগ লাগানো সাংবাদিকরা এখন আবার আওয়ামী লীগ বিরোদী ট্যাগ লাগিয়ে তাদের প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থ হাচিল করে চলেছে।
আওয়ামীলীগ সরকারের আমলে যারা আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে যেকোন জায়গায় সামনের সারিতে থাকতো তারা এখন আওয়ামীলীগ বিরোধী ট্যাগ লাগিয়ে সেই সামনের সারিতেই রয়েগেছে।
অন্যদিকে যারা বিগত আমলে নওয়াপাড়া প্রেসক্লাব থেকে বৈষম্যের শিকার হয়ে প্রেসক্লাব থেকে বিতাড়িতসহ পেছনে রাখা হয়েছিল তারা এখনো সেই বৈষম্যের শিকার হয়েই চলেছে। আতায়াত কারীদের রয়েছে অদৃশ্য চাটুকারিতা চরিত্র।
বর্তমান যারা নওয়াপাড়া প্রেসক্লাব পরিচালনা করছেন তারা কেউ কেউ আওয়ামী লীগ আমলে সুবিধা নেওয়ার জন্য তাদের দলিও পদ এবং সদস্য থেকেও অব্যহতি নিয়েছিল তারা এখনো বহল তবিয়াতে রয়েছেন। শুধু দলীয় পরিচয় পাল্টানো নয় তাদের কারো কারো বিরুদ্ধে অনেক রকম অযোগও রয়েছে।
বৈষম্যের শিকার হওয়া নওয়াপাড়ার সাংবাদিকদের দাবি যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্রেসক্লাব এর নাম ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করছেন তাদের অনুতি বিলম্বে প্রেসক্লাব থেকে অপসারণ করা হোক। ক্ষমতার লোভে যারা রাজনৈতিক পরিচয় পাল্টাতে পারে তারা কখনো বৈষম্য থেকে বের হতে পারবে না।