স্টাফ রিপোর্টার, ফুলতলা:
খুলনার ফুলতলার স্বর্ণ ব্যবসায়ী সৌরভ সরকার (২৬) নিখোঁজ হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সৌরভ সরকার নিখোঁজের ঘটনায় ফুলতলা থানায় একটি জিডি হয়েছে।
জানাগেছে, ফুলতলা উপজেলার যুগ্নীপাশা এলাকার ধীমান সরকারের ছেলে সৌরভ সরকার। সৌরভ সরকার ফুলতলা বাজারে অবস্থিত সৌরভ জুয়েলার্স এর মালিক। গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার পর তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেন তিনি। পরে ফুলতলা বাজারে যাওয়ার পর আনুমানিক রাত ১০টার পর হতে আর খোঁজ পাওয়া যায় না। তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং সাথে থাকা লাল রঙের পালসার মোটরসাইকেলটিও পাওয়া যাচ্ছে না। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সর্বশেষ ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। সাধারণ ডায়েরি নং-১১৯১ তারিখ-২৫/০৯/২০২৪।
সৌরভ সরকারের পরিবার অনুরোধ জানিয়েছেন, যদি কোন সহৃদয়বান ব্যক্তি সৌরভের সন্ধ্যান পান তাহলে তার পিতা ধীমান সরকারের ব্যবহারিত ০১৭২৪৭০৭৫৭৪ নাম্বার ফোনে অথবা ফুলতলা থানায় যোগাযোগ করার জন্য।