স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া এলাকায় নিখোঁজ সবিতা রানীর লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আজ ২৫ সেপ্টেম্বর তাদের আটক করা হয় বলে জানা গিয়েছে।
আটককৃতরা হলেন ভাটপাড়া গ্রামের উত্তরপাড়ার আজিজ শেখের ছেলে রমজান শেখ(৪৮) ও ইউনুস শেখ (৪১)।
গতকাল রাতেই নিহত সবিতা রানীর স্বামী মিলন কুমার দে বাদী হয়ে অভয়নগর থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জন এর নামে একটি হত্যা মামলা করেন। মামলার প্রেক্ষিতে আজ অভয়নগর থানা পুলেশ ও জেলা গোয়েন্দা শাখা তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত ১নং আসামী মোঃ রমজান শেখকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আব্দুল্লাহবাদ গ্রাম হথেকে আটক করেন। অপর আসামী ইউনুস শেখকে ভাটপাড়া বাজার থেকে আটক করা হয়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম জানান, থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সহায়তায় সবিতা রানী দে হত্যার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য ২৪ সেপ্টেম্বর সন্ধায় নিখোঁজ সবিতার মরদেহ এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ। গতকাল ২৩ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশে বাশেঁর পাতা সংগ্রহের জন্য যান তিনি। তার পর থেকে সবিতা আর বাড়ি ফিরে আসে না। গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত অনেক খোজা খুজি করে তাকে না পেয়ে সবিতার স্বামী অভয়নগর থানায় একটি জিডি করেন।
আজ সন্ধায় ভাটপাড়া এলাকার রমজান আলীর ছেলে নিয়ামুলের বাড়ির পাশে চুলের খোপা ও পায়ের ছাপ দেখতে পায় এলাকার লোকজন। পরে তারা আরো খোজা খুজি করে। একপর্যায়ে নিয়ামুলের সেপটিক ট্যাংকের মুখ খুল্লে দেখতে পায় একটি মানুষের হাতের অংশ। পরে তারা থানা পুলিশে খবর দেয়। থানা পুলিশ ঘটনা স্থলে এসে লাশটি উত্তলন করে। তখন দেখতে পায় লাশটি মিলনের স্ত্রী সবিতার।