মোঃ মেহেদী হাসান, ফুলতলা থেকে:
খুলনার ফুলতলায় সেই নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী সৌরভ সরকার (২৬) এর মাটি চাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর দুপুরে ফুলতলার বেনেপুকুর থেকে সৌরভেে লাশ উদ্ধার করেছে ফুলতলা থানা পুলিশ। পুলিশ বলছে সঠিক ভাবে যাচাই বাছাই না করে বলতে পারছেন না যে এটা সৌরভের লাশ। লাশটি একটি মাছের ঘেরের পাড়ে মাটি দিয়ে চাপা দেওয়া ছিল।
নিহতের পরিবারের দাবি লাশটি সৌরভের। লাশের পরনের কাপড় ও মাজার বেল্ট দেখেই তারা সনাক্ত করেছেন এটা সৌরভের লাশ।
গত ২৪ সেপ্টেম্বর থেকে উপজেলার যুগ্নীপাশা এলাকার ধীমান সরকারের ছেলে সৌরভ সরকার নিখোঁজ ছিলেন। সৌরভ নিখোঁজের ঘটনায় ফুলতলা থানায় একটি জিডি করেছিলেন তার পিতা।
স্বর্ণ ব্যবসায়ী সৌরভ সরকার ফুলতলা বাজারে অবস্থিত সৌরভ জুয়েলার্স এর মালিক ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার পর তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেন তিনি। পরে ফুলতলা বাজারে যাওয়ার পর আনুমানিক রাত ১০টার পর হতে আর খোঁজ পাওয়া যায় না। তার ফোন বন্ধ পাওয়া যায় এবং সাথে থাকা লাল রঙের পালসার মোটরসাইকেলটিও পাওয়া যাচ্ছিল না।
ফুলতলা থানার ওসি তদন্ত মুক্ত রায় চৌধুরী জানান, আমরা বেনেপুকুর এলাকা থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছি। ঘের পাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় ছিল লাশটি। সেজন্য লাশটি বিকৃত হয়ে পড়েছে। এটা সৌরভের লাশ কি না এখনো বলতে পারছিনা। সঠিক যাচাই বাছাই এর পর বলা যাবে এটা সৌরভ না অন্য কেউ।