শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় দুই ভারতীয় নাগরিক আটক

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল থেকে:
যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। রোববার (২৯ সেপ্টেম্বর )গভীর রাত্রে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন নারী এবং একজন শিশু রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী। জানাই বর্তমান সময়ে সীমান্ত পারাপার রোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এ প্রেক্ষিতে ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ২০৩০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ঘিবা বিওপির বিজিবি সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে ০৪ নং ঘিবা গ্রামস্থ সীমান্তের শাখারীপোতা বাজার এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালীন সন্দেহজনকভাবে সীমান্ত সড়ক দিয়ে গমনকারী একটি ইজিবাইক হতে ০২ জন যাত্রীকে জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক বলে স্বীকার করলে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।

তারা গত ১৭ জুলাই ২০২৪ তারিখ অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশ করে। ভারতগামী ভারতীয় নাগরিককে অবৈধভাবে ভারতে ফেরত যাওয়া হতে প্রতিহত করে মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্টর থানায় হস্তান্তর কর্ হযেছে আটককৃত ভারতীয় নাগরিক ১। কুসুম লাক্সম্যান গাওয়ান্ড (২৫), স্বামী- ল্যাক্সম্যান গ্যাভান্ড ২। গৌরী লাক্সম্যান গাওয়ান্ড (৫), পিতা- লাক্সমান গাওয়ান্ড । তারা ভারতের মহারাষ্ট্রে বসবাস করেন বলে জানা গেছে।



Our Like Page