শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
এক নজরে :
ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার কে বিদায় সংবর্ধনা শেখ মুজিবের দল বাকশাল বিলুপ্তি করে প্রথমে শেখ হাসিনা তার পিতার সাথে বেঈমানি করেছে -তৃপ্তি যশোর চাঁনপাড়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ১ পিস স্বর্ণবারসহ এক পাচারকারী আটক সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে ৭ সদস্যের কমিশন গঠন সরকারি নির্দেশনা অমান্য : অভয়নগরে মাধ্যমিক শিক্ষা অফিসে সেবা বিপর্যয় শার্শায় ট্রেনে কাটা পড়ে চান্দু নামে এক ব্যক্তির মৃত্যু নাভারণে সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বেনাপোলে বৌদ্ধদের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠিত

বাংলাদেশি আটকের অভিযান করছে ভারত : দুই রাজ্যে ১১ জন আটক

দক্ষিণ বাংলা ডেস্ক:
বাংলাদেশি আটকের অভিযান শুরু করছে ভারত। দেশটির তামিলনাড়ু ও মহারাষ্ট্র রাজ্য থেকে ১১ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ছয় বাংলাদেশিকে তামিলনাড়ু থেকে এবং বাকি পাঁচজনকে মহারাষ্ট্র থেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগ আনা হয়েছে। পৃথক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে।

দ্য হিন্দুর খবরে বলা হয়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর উত্তর তিরুপুর শহরের একটি বাসস্ট্যান্ড থেকে ছয় বাংলাদেশিকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর একটি দল। স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীদের নিয়ে গঠিত এই দলটি পরে সবার এনআইডি কার্ড ও অন্যান্য নথিপত্র যাচাই করে। আটককৃতদের মধ্যে ছয়জনকে বাংলাদেশি বলে শনাক্ত করেছে তারা। মূলত, তাদেরকে একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল।
পুলিশ জানিয়েছে, আটককৃত ছয়জনই বাংলাদেশের নারায়নগঞ্জের বাসিন্দা। তারা হলেন, ধনভীর (৩৯), রাশিব গাভুন (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল ইসলাম (৩৭), মোহাম্মদ রাগুল আমিন (৩০) এবং শাভুমুন শেখ (৩৮)।

তবে সেখানে তাদের কোনও চাকরি দেওয়া না হলে তারা পালাধামের অন্য একটি কারখানায় কাজের সন্ধানে রওনা হন। পথিমধ্যে বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, বেআইনিভাবে দেশে থাকার অভিযোগে রবিবার (২২ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের পালঘর জেলা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

ইন্সপেক্টর সৌরভী পাওয়ার বলেছেন, একটি গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং সেল (এএইচটিসি) নালা সোপাড়ার একটি বস্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, আরশাদ রহমতুল্লাহ গাজী (৫২), আলী মোহাম্মদ দিনমোহাম্মদ মন্ডল (৫৬), মিরাজ সাহেব মন্ডল (১৯), সাজাদ কাদির মন্ডল (৪৫) এবং সাহেব পঞ্চানন সরদার (৪৫)।

ইন্সপেক্টর সৌরভী জানান, তাদের কাছে ভারতে প্রবেশের জন্য কোনও বৈধ কাগজপত্র ছিল না বলে অভিযোগ রয়েছে। তারা দশ বছর আগে নদীপথে ভারতে প্রবেশ করেছিল এবং শ্রমিক হিসেবে কাজ করছিল।

সোমবার পররাষ্ট্র আইন ১৯৪৬ এবং পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন ১৯৫০ এর বিধানের অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে। এ বিষয়ে তদন্তও চলছে।



Our Like Page