শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
এক নজরে :
মামলার বাদীর তিন ভাইপোর নামে পরিকল্পিত ধর্ষণ মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় হোমিও প্যাথিক ঔষুধ ও চোরাচালান পণ্য আটক নিজামপুরে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ২৬ লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ বেনাপোলে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক-২ তারেক রহমানের ৩১ দফা প্রচারে বাগআঁচড়ায় বিএনপির কর্মী সমাবেশ ভাসমান পথশিশুদের মুখে একদিনের রঙিন হাসি ইসলামী ব্যাংক নওয়াপাড়ার বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়াই এলসি সুবিধা দেওয়ার অভিযোগ

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা, এনজিও ও সমিতির কিস্তি আদায় বন্ধের আবেদন

স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগরে জলাবদ্ধতার কারণে এনজিও ও সমিতির কিস্তি আদায় সাময়িক বন্ধ রাখার আবেদন করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ আবেদন করেন অভয়নগরের সাধারণ শিক্ষার্থীরা।
আবেদনকারী শিক্ষার্থীরা জানায়, অভয়নগরে ভবদহ অঞ্চলের বিভিন্ন ইউনিয়নের গ্রামসমূহ মারাত্মকভাবে জলাবদ্ধতার শিকার হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। গৃহপালিত পশু ও বিষধর সাপের সঙ্গে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। ভয়াবহ এ পরিস্থিতির মধ্যে বিভিন্ন এনজিও ও সমিতির পক্ষ থেকে মাসিক কিস্তির টাকা আদায় অব্যাহত রাখা হয়েছে। যা জলাবদ্ধ এলাকার পানিবন্দি মানুষের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও বেদনার। সবকিছু বিবেচনা করে অভয়নগরে ভবদহ অঞ্চলের গ্রামসমূহে জলাবদ্ধতা নিরসন না হওয়া পর্যন্ত কিস্তি আদায় সাময়িক বন্ধ রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন তারা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জলাবদ্ধ এলাকায় এনজিও ও সমিতির কিস্তি আদায় সাময়িক বন্ধের একটি আবেদনপত্র পেয়েছি। এনজিও ও সমিতি সংশ্লিষ্ট কাজ উপজেলা সমাজসেবা অফিস দেখভাল করে থাকে। তাই বিষয়টি সুবিবেচনা করার জন্য সমাজসেবা কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।’



Our Like Page